নিজস্ব প্রতিবেদকঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। বুধবার (১ অক্টোবর) সকালে উপজেলার মতিগঞ্জ এলাকায় একটি প্রাইভেটকার ও লাইটেসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শেখ গফুর (মুসলিম বাগ এলাকার বাসিন্দা)। দুর্ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এদিকে আহতদের মধ্যে রয়েছেন শ্রীমঙ্গল পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মিল্লাত কমিশনারের ছেলে ও স্থানীয় যুবদল নেতা তানভীর হোসেন জনি। দুর্ঘটনায় তার একটি পা ভেঙে গেছে এবং গুরুতরভাবে নাক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেটে পাঠানো হয়।
বর্তমানে তিনি সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।
অপর আহত ব্যক্তি হলেন শ্রীমঙ্গল শহরের নিউ পূর্বাশা এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী সমিতির সদস্য অজয় সিং। তিনি বর্তমানে মৌলভীবাজার লাইফ লাইন প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মতিগঞ্জ এলাকায় দ্রুতগতির কারণে প্রাইভেটকার ও লাইটেস মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলে শেখ গফুর নিহত হন এবং অপর দুইজন গুরুতর আহত হন।
শ্রীমঙ্গল থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহন উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন