Top News

বড়াইগ্রাম গুরুদাসপুরের বিভিন্ন জায়গায় জামায়াত মনোনীত পদপ্রার্থীর পোষ্টাল ছেঁড়েছে দূর্বৃত্তকারীরা।


নাটোর প্রতিনিধি মোঃ রাশিদুল ইসলাম :

  বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত নাটোর ৬১(৪) ( বড়াইগ্রাম গুরুদাসপুর) দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিমের নির্বাচনী পোস্টার ছেঁড়ার অভিযোগ উঠেছে।


গত বেশকিছুদিন হলো উপজেলার বিভিন্ন এলাকায় টানানো পোস্টার ও ব্যানার ছেঁড়ে ফেলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেন স্থানীয় জামায়াত নেতাকর্মীরা। তারা জানান, নির্বাচন সামনে রেখে ধারাবাহিকভাবে প্রচার-প্রচারণা চালানো হচ্ছিল। কিন্তু প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে পোস্টারগুলো ছিঁড়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি করছে।


এ বিষয়ে মাওলানা মো. আব্দুল হাকিম বলেন, “গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার জন্য উদ্দেশ্যমূলকভাবে এ ধরনের অপতৎপরতা চালানো হচ্ছে। আমরা প্রশাসনের কাছে বিষয়টি জানিয়েছি এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার দাবি জানাচ্ছি।


প্রশাসনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Post a Comment

নবীনতর পূর্বতন