Top News

গণঅধিকারে যোগ দিচ্ছেন আসিফ মাহমুদ, স্বাগত জানালেন নুর


 অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে আলোচনায় আসিফ মাহমুদ। তার পরবর্তী রাজনৈতিক গন্তব্য নিয়েও চলছে আলোচনা। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদে যোগ দেওয়া নিয়ে। এর মধ্যে নিজের ফেসবুক পেজে পোস্ট করে আসিফকে স্বাগত জানিয়েছেন নুর।


আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ত্রয়োদশ সংসদ নির্বাচনে যে প্রার্থী হচ্ছেন তা ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন। তবে আরেক ছাত্রনেতা ও সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের অবস্থান এখনো স্পষ্ট নয়।


আসিফের সঙ্গে গণঅধিকার পরিষদের আলোচনা চলার কথাও জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি বলেন, গণঅধিকারে যোগ দেওয়ার প্রশ্নে আসিফ মাহমুদের সঙ্গে প্রাথমিক আলাপ হয়েছে। তবে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা ইতিবাচক। তিনি আসতে চাইলে দলে তাকে সম্মানজনক পদ দেওয়া হবে। আমরা আগেও একসাথে একসাথে আন্দোলন করেছি।


আসিফকে রাজনীতিতে স্বাগত জানিয়ে নুর ফেসবুকে লিখেন, ‘আসিফ হঠাৎ গজিয়ে ওঠা বা ২০/২৫ দিনের আন্দোলনের কোন নেতা নয়। আসিফ ফ্যাসিবাদের উত্তাল সময়ে রাজপথের সংগ্রাম থেকে গড়ে ওঠা নেতা, রাজপথে আমার সংগ্রামের সারথি।’


তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের অভিপ্রায় থেকে উপদেষ্টা পরিষদ হতে পদত্যাগ করেছেন। অফিশিয়াললি এখনো কোন রাজনৈতিক দলে যোগ দেয়নি, হয়তো শীঘ্রই সিদ্ধান্ত নিবে।


নুর বলেন, দায়িত্বে থাকলে স্বাভাবিকভাবেই মানুষের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। বয়সের অনভিজ্ঞতা কিংবা ম্যাচিউরিটির অভাবে হয়তো সেও কিছু ভুল করেছে। আমার কাছে সংগ্রামের অবদানে তার সে ভুল তুচ্ছ। আসিফকে সংগ্রামের রাজনীতিতে স্বাগত জানাই।

Post a Comment

নবীনতর পূর্বতন