দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরিঘাট সংকটে যানবাহনের দীর্ঘ সিরিয়াল তৈরি হয়েছে। সিরিয়ালে অল্প সংখ্যক যাত্রীবাহী যানবাহন থাকলেও পণ্যবাহী ট্রাকের সংখ্যাই রয়েছে বেশি। ফলে ট্রাকচালক ও যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে ভোগান্তি পোহাতে হচ্ছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের পরে ঘাট এলাকায় এ চিত্র দেখা গেছে। তবে ভোগান্তি লাঘবে যাত্রীবাহী যানবাহন ও পচনশীল পণ্যবাহী ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছে ঘাট কর্তৃপক্ষ।
সরেজমিনে দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ক্যানাল ঘাট পর্যন্ত দীর্ঘ দুই কিলোমিটার এলাকায় পণ্যবাহী ট্রাকের সারি সৃষ্টি হয়েছে। কয়েকশ যানবাহন ফেরির জন্য লম্বা সিরিয়ালে আটকে রয়েছে।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, দৌলতদিয়ায় ৭টি ফেরিঘাটের মধ্যে ১, ২, ৫ ও ৬নং ফেরিঘাট দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। ৩, ৪ ও ৭নং ফেরিঘাট জরাজীর্ণ অবস্থায় চলমান ছিল। এরমধ্যেই পদ্মায় তীব্র স্রোতের কারণে গত মাসের ২৩ আগস্ট থেকে ৭ নম্বর ঘাটটি বন্ধ রয়েছে। ৩ ও ৪ নম্বর ঘাট সচল থাকলেও ৩ নম্বর ফেরিঘাটের পন্টুনের প্লেট ভেঙে যাওয়ায় রোববার রাত ১২টা থেকে ঘাটটি মেরামতের কাজ চলমান রয়েছে। শুধু ৪ নম্বর ঘাট সচল থাকায় একটি ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এতে করে যানবাহনের সিরিয়াল তৈরি হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন