Top News

‎নিরাপদ সড়ক সড়ক উদ্যোগে ও অগ্রগতি উখিয়া'য় পালংখালী'র চেয়ারম্যানের আশ্বাস... ‎


 ‎ 

‎মোঃ জাহেদ আলম (সাগর), উখিয়া - কক্সবাজার প্রতিনিধি। 

‎"নিরাপদ সড়ক চাই" এই স্লোগানে কঠোর পরিশ্রম করে যাচ্ছে পালংখালী'র তিনটি সক্রিয় মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং তরুণ সমাজ।

‎১১ই (অক্টোবর) শনিবার রাত ৮ ঘঠিকার সময় পালংখালী ক্যাফে-বারাকা রেস্টুরেন্টে, SOC - Shadow of Change এর উদ্যোগে এবং আলোর ছোঁয়া যুব ফ্রেন্ডশিপ ক্লাব ও প্রজন্ম ফাউন্ডেশন-এর সহযোগিতায় “ পালংখালী নিরাপদ সড়ক বাস্তবায়নে স্মারকলিপির মূল্যায়ন ও পরবর্তী কর্মপন্থা” বিষয়ক আলোচনা সভা খুবই অংশগ্রহণমূলক ও গঠনমূলকভাবে অনুষ্ঠিত হয়।

‎সভায় সবাই মিলে তাদের দেওয়া পূর্বের ১০ দফা সুপারিশের অগ্রগতি পর্যালোচনা এবং বাস্তবায়নের জন্য কিছু কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

‎আলোচনা সভা শেষে "নিরাপদ সড়ক চাই" এর প্রতিনিধি'র একটি টিম পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীর সাথে সাক্ষাৎ করে। গত ১৮ই (আগস্ট )২০২৫ তারিখে চেয়ারম্যানের নিকট উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা'র সুপারিশে দাখিলকৃত আবেদনের অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়ার প্রেক্ষিতে তিনি অত্যন্ত আন্তরিক ও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। এবং প্রতিনিধি টিমকে আশ্বস্ত করে যে, জেলা প্রকৌশলী/ (সওজ) হাইওয়ে এর সুপারিশ প্রাপ্ত হলেই, পালংখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে পালংখালী,থাইংখালী ও বালুখালী বাজারে যানজট নিরসনের জন্য রোড় ডিভাইডার স্থাপন করে দিবে এবং পার্কিং নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার, সচেতনতা বৃদ্ধির জন্য যাবতীয় সহযোগিতা করবেন। 

‎তিনি আরো বলেন, সড়ক দুর্ঘটনা বৃদ্ধি ও রোহিঙ্গা ইস্যু এলাকা হওয়ায় আমরা আন্তরিক ভাবে কাজ করে ও ফল স্বরূপ কোন সুফল পাচ্ছি না, যেহেতু তরুণ সমাজ এগিয়ে এসেছে এখন কিছু করতে পারলেই পালংখালী বাসীর জন্য উপকার হবে, জনগণের উপকার হবে। তিনি খুশি হয়ে আরো বলেন,আমি অত্যন্ত আনন্দিত হয়ে "নিরাপদ সড়ক চাই " এর সাথে সংশ্লিষ্ট সংগঠনকে পুরুষ্কৃত করবে বলে কথা দেন এবং সব কিছুই সাথে থেকে নিরাপদ সড়ক ও বাজার ব্যবস্থাপনাকে নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করার আশ্বাস দেন।

‎পরে সংগঠন প্রতিনিধিরা ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই তাঁর গঠনমূলক ভূমিকা ও আশাব্যঞ্জক প্রতিশ্রুতির জন্য।

‎সবার সম্মিলিত প্রচেষ্টায় তারা বিশ্বাস করে, 

‎“নিরাপদ সড়ক শুধু দাবি নয়, এটি এলাকার সকলের দায়িত্ব।” আয়োজনে ছিলেন : Shadow of Change - SOC

সহযোগিতায় : আলোর ছোঁয়া যুব ফ্রেন্ডশিপ ক্লাব ও প্রজন্ম ফাউন্ডেশন।

Post a Comment

নবীনতর পূর্বতন