মোঃ আব্দুল্লাহ আল মতি
নওগাঁ জেলা প্রতিনিধি :-
বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেছে। আজ রবিবার ১২ অক্টোবর দুপুর ১২.০০ টায় নওগাঁ জেলার ডিসি মোহাম্মদ আব্দুল আউয়ালের কাছে এ স্মারক লিপি হস্তান্তর করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা আমীর এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪৯ নওগাঁ মান্দা-৪ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব। আরো উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর এবং ধামরহাট পত্নীতলা আসনের এমপি পদপ্রার্থী ইন্জিনিয়ার এনামুল হক,জেলা সেক্রেটারী এবং নওগাঁ সদর আসনে এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আ স ম সায়েম,জেলা কর্মপরিষদ সদস্য এবং অমুসলিম বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুর রশীদ, জেলা প্রচার সম্পাদক মারুফুল ইসলাম মারুফ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মো নাসির উদ্দীন, নওগাঁ সদর আমীর অ্যাডভোকেট আব্দুর রহীম প্রমূখ। জেলা আমীর খন্দকার আব্দুর রাকিব বলেন বাংলাদেশ থেকে সকল জুলুম নির্যাতন দূর করতে হলে পিআর পদ্ধতির কোন বিকল্প নাই। তাই বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ফেব্রুয়ারীর নির্বাচনে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়না তারা আসলে বাংলাদেশের উন্নয়ন চায়না। তারা আসলে বাংলাদেশে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চাই। প্রশাসনে দলীয় প্রভাব বিস্তার করতে চাই। তারা চাঁদাবাজি করতে চাই। তারা লুটপাট করতে চাই। আর যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সংসদে সকল দলের প্রতিনিধিত্ব থাকবে। বাংলাদেশের ৭৩ পার্সেন্ট মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চাই। অতএব সবাইকে পিআর পদ্ধতির আন্দোলনে অংশগ্রহণ করার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান।
একটি মন্তব্য পোস্ট করুন