Top News

কিশোরগঞ্জ -১ সংসদীয় সদর ও হোসেনপুরের আসনে শক্ত পদপ্রার্থী রেজাউল করিম খান চুন্নু সাহেব!!


মোঃ জোনায়েদ হোসেন জুয়েল, স্টাফ রিপোর্টারঃ 

কিশোরগঞ্জ সদর ও হোসেনপুরের সার্বিক উন্নয়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরানথানা ইসলামিয়া মার্কেটের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রেজাউল করিম খান চুন্নু, সাবেক ঢাকা বিভাগীয় স্পেশাল জজ ও কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপির সম্ভাব্য এমপি পদপ্রার্থী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট শরিফুল ইসলাম (সাবেক চেয়ারম্যান, কিশোরগঞ্জ সদর উপজেলা), এবং বিশিষ্ট সাংবাদিক এডভোকেট শেখ মাসুদ ইকবাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঞা৷

সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায় জনতার উপস্থিতিতে। উপস্থিত নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণের উচ্ছ্বাসে ইসলামিয়া মার্কেট এলাকা মুখরিত হয়ে ওঠে।

বক্তব্যে রেজাউল করিম খান চুন্নু সাহেব বলেন, আমি যদি জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, তবে আমার প্রথম কাজ হবে কিশোরগঞ্জ শহরকে যানজটমুক্ত করার জন্য একটি উড়ালসড়ক নির্মাণ করা। কিশোরগঞ্জ ও হোসেনপুরের উন্নয়নই হবে আমার মূল লক্ষ্য।

তার এই বক্তব্য সাধারণ মানুষের মধ্যে গভীর সাড়া ফেলে এবং উপস্থিত জনতা করতালির মাধ্যমে তাকে সমর্থন জানান।

আলোচনা সভায় সদর ও হোসেনপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতা-কর্মীসহ অসংখ্য সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, রেজাউল করিম খান চুন্নু কিশোরগঞ্জের মানুষের আস্থার প্রতীক এবং একজন শক্তিশালী এমপি পদপ্রার্থী হিসেবে জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন