Top News

গাজায় যুদ্ধবিরতিতে আনন্দ উল্লাসে টুঙ্গিপাড়া মিষ্টি বিতরণ।


টুঙ্গিপাড়া গোপালগঞ্জ প্রতিনিধি মোঃ জসিম মুন্সীঃ


দীর্ঘদিন ধরে চলা এই ভয়াবহ যুদ্ধে গাজায় লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। ইজরাইলি বাহিনীর চলমান গণহত্যা বন্ধ হওয়ায় বাংলাদেশের মুসলিমদের বিজয় উচ্ছ্বাস। এই যুদ্ধ বিরতি বয়ে আনুক শান্তির সুবাতাস। আর কোনো কান্না নয়, স্থায়ী স্বস্তি ফিরে আসুক গাজার বুকে। বিজয়ের আনন্দে ভাসছে গাজা। 

আজ শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঐতিহ্যবাহী গওহরডাঙ্গা মাদ্রাসায় জুম্মার নামাজের পরে বিজয়ের আনন্দে মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। 

উম্মতে মুহাম্মদী (সা.) পক্ষ থেকে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোল্লা ইব্রাহিম, টুঙ্গিপাড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি রইসুল ইসলাম, টুঙ্গিপাড়া থানার এসআই মনির হাসান, টুঙ্গিপাড়া উপজেলার গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক রিয়াজুল ইসলাম, সহ ছাত্রদলের কর্মীরা। 

এই কর্মসূচিতে বক্তব্য রাখেন, গোপালগঞ্জ যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোল্লা ইব্রাহিম বলেন, আমরা খুবই খুশি যে যুদ্ধ শেষ হয়েছে। এটি আমাদের জন্য আনন্দের বিষয় এবং আমরা ধন্যবাদ জানাই আমাদের সেই ভাইদের ও সকলকে, যারা যেভাবেই হোক যুদ্ধ থামাতে এবং রক্তপাত বন্ধ করতে অবদান রেখেছেন। যুদ্ধবিরতি হয়েছে রক্তপাত ও হত্যাযজ্ঞের অবসান ঘটেছে। যারা শত্রুবাহিনীর মোকাবিলা করেছেন এবং লড়াইয়ে অভূতপূর্ব সাহস দেখিয়েছেন। ঐতিহাসিক মুহূর্তে, আমাদের জনগণ তাদের সেই মহান শহিদদের ভুলবে না, যারা প্রতিরোধকে দৃঢ় রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন