মোঃ জোনায়েদ হোসেন জুয়েল
স্টাফ রিপোর্টার,কিশোরগঞ্জঃ
ইসলামী যুব মজলিস কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার ১০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে মাওলানা ওয়াসিম মাসুদকে আহ্বায়ক ও ফরহাদ হোসেন রাজকে সদস্য সচিব করা হয়।
শুক্রবার সন্ধ্যার পর কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার নায়েবে আমির আলহাজ্ব মাওলানা আবুল কাশেম।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
মাওলানা মাহমুদুল হাসান, হোসাইন আহমেদ, ইস্তিয়া আহমেদ, কামরুল ইসলাম, মোঃ জাবের, হাফেজ মেশতাক, মোঃ রাসেল ও মোঃ সোহাগ।
আহ্বায়ক কমিটি ঘোষণার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা আকরাম খন্দকার এবং শ্রমিক মজলিস কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা ফরহাদ ফারুকী। এছাড়াও ইসলামী যুব মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিতে অঙ্গীকার ব্যক্ত করেন।
একটি মন্তব্য পোস্ট করুন