Top News

বেলকুচিতে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত


আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি :


সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের ৭নং সেন্টারের শ্যামগাতি, গাবগাছি, চন্দনগাতি ও গাবগাছি বাজার এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত এ পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জনাব মোঃ আমিরুল ইসলাম খান আলিম।


পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নুরুল ইসলাম গোলাম, সাবেক আহ্বায়ক বেলকুচি উপজেলা বিএনপি; মোঃ গোলাম আজম, সহ-সভাপতি বেলকুচি উপজেলা বিএনপি; হাজি আলতাফ হোসেন প্রামানিক, সাবেক আহ্বায়ক বেলকুচি পৌর বিএনপি; মোঃ কেরামত আলী তালুকদার, সভাপতি শ্রমিক দল বেলকুচি উপজেলা; মোঃ মোশারফ হোসেন আকন্দ, সাবেক সদস্য উপজেলা বিএনপি; মোঃ নুরুল ইসলাম তুহিন, মেম্বার ও সাবেক সদস্য উপজেলা বিএনপি; মোঃ রুহুল আমিন মোল্লা, সাবেক মেম্বার ও সাবেক সাধারণ সম্পাদক ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপি; মোঃ শামীম সরকার, আহ্বায়ক বেলকুচি উপজেলা যুবদল; মোঃ আলম কমিশনার, সদস্য সচিব বেলকুচি উপজেলা যুবদল; মোঃ গোলাম কিবরিয়া, যুগ্ম আহ্বায়ক বেলকুচি উপজেলা যুবদল; মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক বেলকুচি উপজেলা স্বেচ্ছাসেবক দল; মোঃ আমির হোসেন, সহ-সভাপতি বেলকুচি উপজেলা শ্রমিক দল; মোঃ সাহাদাত হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক উপজেলা ছাত্রদল এবং মোঃ বাবুল হোসেন কালু, যুগ্ম সাধারণ সম্পাদক বেলকুচি উপজেলা শ্রমিক দল।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ গোলাম কিবরিয়া, যুগ্ম আহ্বায়ক বেলকুচি উপজেলা যুবদল এবং মোঃ সাহাদাত হোসেন, যুগ্ম আহ্বায়ক বেলকুচি উপজেলা ছাত্রদল।

সভাপতিত্ব করেন মোঃ রুহুল আমিন মোল্লা, সাবেক মেম্বার ও সাবেক সাধারণ সম্পাদক ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন বিএনপি।


পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ আমিরুল ইসলাম খান আলিম বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গণমানুষের দল। এই দলই দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে, গণতন্ত্রকে বন্দি করেছে। তাই আসন্ন জাতীয় নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করবে।”


তিনি আরও বলেন, “বিএনপি সব ধরনের ষড়যন্ত্র ও বাধা উপেক্ষা করে জনগণকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। এই লড়াই দেশের মানুষকে মুক্ত করার লড়াই, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই।”


অন্যান্য বক্তারা বলেন, সরকারের দমন-পীড়ন, মামলা-হামলা ও হয়রানির মধ্যেও বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছে। জনগণ এখন পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

Post a Comment

নবীনতর পূর্বতন