Top News

ঝিনাইদহের বাজারে ডাবল সেঞ্চুরি করেছে কাচা মরিচের দাম।


মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ 


ঝিনাইদহের বাজারে ডাবল সেঞ্চুরি করেছে কাচা মরিচের দাম।এদিকে শীতের সবজী বাজারে আসলেও পরিমান স্বল্প তবে তুলনামূলক ভাবে দাম বেশি।ব্যাবসায়ীরা বলছেন বাজারে পর্যাপ্ত সবজীর সরবরাহ না থাকায় বেশি দামে কিনতে হচ্ছে সবজি যার ফলে ভোক্তাদের ও কিনতে হচ্ছে বেশিদামে।আজ শুক্রবার সকাল থেকে ঝিনাইদহের নতুন হাটখোলার কাচাঁবাজার ঘুরে দেখা গেছে ক্রেতারা দোকানে দোকানে ঘুরছেন ঠিকি কিন্তু পছন্দের সবজীটি কিন্তে উঠে যাচ্ছে নাভিশ^াস।বর্তমানে কাঁচামরিচ ২০০,সীম ২০০,ফুলকপি ১৬০,বেগুন ১২০,টমেটো ১২০,মুলা ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

 

সকালে দেখাগেছে পাইকারি বাজারে ইন্ডিয়ান এলসি কাঁচা মরিচ ১৫০ টাকা বিক্রি হচ্ছে তবে খুচরা বিক্রেতারা কেজিতে ৫০টাকা বেশি দরে বিক্রয় করছেন।ক্রেতারা বলছেন এই মুহুর্তে বাজার মনিটরিং হলে কিছুটা স্বস্তি ফিরতে পারে বাজারে।


কৃষিবিভাগের তথ্য বলছে জেলায় যে পরিমাণ শীতকালীন সবজীর চাষ হয়েছে তা এখনও বাজারে আসার মত হয়নি তবে মাসখানেকের মধ্যেই পুরোপুরি শীতের সবজি বাজারে আসলে কমতে পারে দাম।

Post a Comment

নবীনতর পূর্বতন