Top News

এশিয়ান টিভির ডিজিটাল মিডিয়ায় যোগ দিলেন আরিফিন মুন



নিজেস্ব প্রতিবেদকঃ


দেশের প্রথম এইচডি প্রযুক্তির দর্শকনন্দিত ও জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশনের ডিজিটাল মিডিয়া টিমে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যোগ দিয়েছেন আরিফিন মুন।


সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে আরিফিন মুন এশিয়ান টেলিভিশনের ডিজিটাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েটর হিসেবে যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।


শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে শিশু সাংবাদিক হিসেবে কাজ করার মাধ্যমে সাংবাদিকতার পথচলা শুরু করেন আরিফিন মুন। খুব অল্প বয়স থেকেই তিনি লেখালেখি ও সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের নানা ইতিবাচক গল্প তুলে ধরেছেন পাঠকের সামনে।


শিশু সাংবাদিকতা থেকে ধীরে ধীরে মূলধারার সাংবাদিকতায় প্রবেশ করেন তিনি। পরবর্তীতে জাতীয় দৈনিক বাংলার দূত পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন। পাশাপাশি তিনি একাধিক অনলাইন নিউজ পোর্টালে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন। বর্তমানে তিনি এশিয়ান টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ, ফিচার ও ভিডিও কনটেন্ট তৈরির কাজে যুক্ত হয়েছেন।

Post a Comment

নবীনতর পূর্বতন