Top News

দুর্গাপুরে কমরেড মোহাম্মদ ফরহাদ স্মরণসভা অনুষ্ঠিত।


 আনারুল ইসলাম দুর্গাপুর, (নেত্রকোণা) প্রতিনিধি


নেত্রকোণার সুসঙ্গ দুর্গাপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর উদ্যোগে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)-এর কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক, প্রাক্তন সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক ও জননেতা কমরেড মোহাম্মদ ফরহাদ-এর ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।


অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী দুর্গাপুর উপজেলা কমিটি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। পরে কমরেড মোহাম্মদ ফরহাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।


স্মরণসভায় সভাপতিত্ব করেন সিপিবি উপজেলা কমিটির সভাপতি ও নেত্রকোণা জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আলকাছ উদ্দিন মীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মোরশেদ আলম।


আলোচনা পর্বে বক্তারা বলেন, কমরেড মোহাম্মদ ফরহাদ ছিলেন বাংলাদেশের বিপ্লবী আন্দোলনের অন্যতম অগ্রদূত, শ্রমিক-কৃষক-জনতার মুক্তির সংগ্রামে আজীবন নিবেদিত একজন লড়াকু নেতা।


আলোচনায় অংশ নেন সিপিবি দুর্গাপুর উপজেলা নেতৃবৃন্দ, উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি কমরেড আজিম উদ্দিন, উপজেলা যুব ইউনিয়নের আহ্বায়ক সায়েদুল ইসলাম, এবং উপজেলা ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি রমজান আলী প্রমুখ।


বক্তারা কমরেড মোহাম্মদ ফরহাদের আদর্শ ও সংগ্রামী চেতনা ধারণ করে সমাজ পরিবর্তনের আন্দোলনকে আরও জোরদার করার আহ্বান জানান।

Post a Comment

নবীনতর পূর্বতন