আশীষ বিশ্বাস
নীলফামারী প্রতিনিধিঃ
"চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলার রাজারহাট রাযুশ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে একদিনের ফুটবল প্রীতি ম্যাচ। গত
রবিবার (১২ অক্টোবর) বিকেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে হাজারো দর্শকের মন মাতিয়ে শেষ হলো একদিনের প্রীতি ম্যাচ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন। বিশেষ অতিথি ছিলেন ৮ং নং খুটামারা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রকিবুল ইসলাম, কাঁঠালি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান শামসুল কহ(কবিরাজ), অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আতিয়ার রহমান বিএ ও আক্তারুজ্জামান দোদুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। রাজারহাট রাযুস ক্লাবের আয়োজকবৃন্দরা হলেন, সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সদস্য সচিব শামসুজ্জামান শাহীন, কোষাধক্ষ আবু রায়হান, সদস্য আব্দুল মালেক, জাহাঙ্গীর আলম ও আজহারুল ইসলামসহ অনেকে।
উক্ত খেলায় যে দল অংশ গ্রহন করেন, টংগুয়া রকেট ক্লাব খানসামা দিনাজপুর বনাম কিং ষ্টার স্পোটিং ক্লাব নাউতারা ডিমলা। খেলাটি পরিচালনা করেন গোলাম কিবরিয়া, সহকারী পরিচালক ছিলেন, সহকারী দুই জন আব্দুল মান্নান, ওমর ফারুক ও ধারা-ভাষ্যকার ছিলেন মনজুরুল আলম। কেউ কাউকে গোল দিতে না পারায় হাড্ডাহাড্ডি লড়াই শেষে, উভয়কে সমানভাবে পয়েন্ট ভাগাভাগি করে দেন পরিচালক গোলাম কিবরিয়া। দীর্ঘদিন পর ঐতিহাসিক খেলার মাঠটিতে এসে আনন্দিত উৎসুক জনতা।
একটি মন্তব্য পোস্ট করুন