Top News

মেসির জোড়া গোল, ইন্টার মিয়ামির দাপুটে জয়


 লিওনেল মেসির জাদুতে আবারও জয়গান গাইল ইন্টার মিয়ামি। দুর্দান্ত পারফরম্যান্সে দুই গোল ও এক অ্যাসিস্ট করে দলকে ৪-০ ব্যবধানে জিততে সহায়তা করলেন আর্জেন্টাইন এই মহাতারকা।


শনিবার রাতে ফ্লোরিডার ফোর্ট লডারডেলে অনুষ্ঠিত মেজর লিগ সকার (এমএলএস) ম্যাচে আটলান্টা ইউনাইটেডকে উড়িয়ে দেয় ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাবটি।


আর্জেন্টিনা দলের সাম্প্রতিক প্রীতি ম্যাচে বিশ্রামে থাকলেও ক্লাবে ফিরেই আলো ছড়ান মেসি। ম্যাচের ৩৯তম মিনিটে বালতাসার রদ্রিগেজের পাস থেকে প্রথম গোলটি করেন তিনি।


বিরতির পর ৫২ মিনিটে মেসির লং পাস থেকে জর্দি আলবা স্কোরলাইন ২-০ করেন। এরপর ৬১ মিনিটে লুইস সুয়ারেজ তৃতীয় গোল যোগ করেন। শেষ দিকে (৮৭ মিনিটে) জর্দি আলবার অ্যাসিস্ট থেকে মেসি নিজের দ্বিতীয় গোল করে ম্যাচের জয় নিশ্চিত করেন।


এই জয়ে ৬২ পয়েন্ট নিয়ে পূর্বাঞ্চলীয় কনফারেন্সে অন্তত তৃতীয় স্থান নিশ্চিত করেছে মিয়ামি। তাদের এখন পর্যন্ত ১৮ জয়, ৭ ড্র ও ৮ পরাজয়।


মেসির ব্যক্তিগত পরিসংখ্যানে এবার এমএলএসে গোল সংখ্যা দাঁড়াল ২৬ যা লিগের সর্বোচ্চ। পাশাপাশি ১৮টি অ্যাসিস্ট নিয়ে তিনি সান ডিয়েগোর আনডারস ড্রেয়ারের সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন।


অন্যদিকে, আটলান্টা ইউনাইটেডের জন্য ম্যাচটি ছিল আরও হতাশার। ১৪ মিনিটের মাথায় ইনজুরিতে মাঠ ছাড়তে হয় স্টিয়ান গ্রেগারসেনকে। এটি তাদের টানা তৃতীয় পরাজয় এবং শেষ পাঁচ ম্যাচে কোনো জয় নেই দলের।

Post a Comment

নবীনতর পূর্বতন