জুনায়েদ হোসেন জুয়েল, স্ট্যাফ রিপোর্টার, কিশোরগঞ্জঃ
কিশোরগঞ্জ জেলা শহরের দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নিয়েছে জেলা প্রশাসন। শহরের পরিবহন ব্যবস্থা শৃঙ্খলায় আনতে জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ ও পৌর কর্তৃপক্ষ যৌথভাবে মাঠে নেমেছে।
সোমবার (২৭ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ পৌরসভার গাইটাল শিক্ষকপল্লী মসজিদ এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশার অনিয়ন্ত্রিত প্রবেশ নিয়ন্ত্রণে “প্রবেশ নিষেধ” সাইনবোর্ড স্থাপনের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।
জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেন,
শহরবাসীর দীর্ঘদিনের যানজট সমস্যা দূর করতে আমরা সর্বাত্মক উদ্যোগ নিয়েছি। নিয়ম-শৃঙ্খলা রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শহরের বাইরের ইজিবাইক ও রিকশা নিয়ন্ত্রণে রাখতে পৌর এলাকার সীমান্তে ১৩টি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। এসব স্থানে শহরমুখী যানবাহন প্রবেশে কড়াকড়ি আরোপ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুকিত সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ, পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, পৌর প্রকৌশলী মো. রফিকুল ইসলাম ও সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
পরে জেলা প্রশাসক গৌরাঙ্গবাজার সেতু এলাকা পরিদর্শন করেন। সেখানে ফুটপাত দখল করে ব্যবসা করা হকারদের সঙ্গে কথা বলে তিনি ফুটপাত সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখার নির্দেশ দেন। হকাররা এ সময় বিকল্প জায়গায় পুনর্বাসনের দাবি জানান।
শহরবাসীর প্রত্যাশা, প্রশাসনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে কিশোরগঞ্জ শহর শিগগিরই যানজটমুক্ত ও স্বস্তিদায়ক নগরীতে পরিণত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন