Top News

বাংলা হিলি বাজারে পিয়াজের দোকানে জরিমানা।


মোঃ শফিউল আলম,হাকিমপুর উপজেলা প্রতিনিধি, দিনাজপুরঃ


নিত্যপূর্ণ বাজার মনিটরিং এর সময়, এক পেঁয়াজের দোকানদার কে =৫০০০/-

টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, 

পেঁয়াজের দাম উদ্ধগতি হওয়ার কারণে, বাজার মনিটরিং এর সময় নির্ধারিত মূল্যে ক্রয়ের মেমো না দেখাতে পারলে, ভ্রাম্যমান আদালত ভোক্তা অধিকার আইনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ৫০০০ টাকা জরিমানা করেন এবং সতর্ক করেন মেমো ছাড়া কোনক্রমে পণ্য বিক্রয় করা যাবে না, 

তিনি বলেন প্রতিনিয়ত এ মনিটরিং অব্যাহত থাকবে।

Post a Comment

নবীনতর পূর্বতন