Top News

হিলি হাকিমপুর, কৃষি প্রনোদনা কর্মসূচি।


 


শফিউল আলম, প্রতিনিধি হাকিমপুর, দিনাজপুরঃ ২০২৫-২৬ ইং অর্থ বছরে রবি মৌসুমে, কৃষি প্রনদনা কর্মসূচির আওতায় বোরো(উফশী) ও বোরো (হাইব্রিড) ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আজকে ০৮-১২-২০২৫ইং তারিখে 

বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন হাকিমপুর উপজেলা কৃষি অফিস। 

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা 
জনাব, অশোক বিক্রম চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা জনাবা, আরজেনা বেগম,
কৃষি সম্প্রসারণ কর্মকর্তা 
জনাব, মেজবাহু রহমান 
এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ, 
হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জনাব, জাহিদুল ইসলাম জাহিদ। 

উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে কৃষি প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করেন, প্রতিজন কৃষককে বোরো ধান (উফশী) জন্য 
বীজ =০৫কেজি
DAP=১০কেজি
MOP=১০কেজি।

বোরো (হাইব্রিড) জন্য 
বীজ -০২কেজি কৃষকদের মাঝে বিতরণ করা হয়। 
উপজেলা নির্বাহী অফিসার বলেন কৃষকদের ভালো ফলন এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়, 
উপজেলা কৃষি অফিসার জনাবা, আরজেনা বেগম বলেন কৃষকদের উৎপাদন বৃদ্ধি সহযোগিতার জন্য সরকার কৃষি ক্ষেত্রে কাজ করে যাচ্ছেন 
এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।

Post a Comment

নবীনতর পূর্বতন