![]() |
আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও এলাকা উন্নয়নের দাবিতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগরে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল। সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩টায় শেরনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক আশরাফ আলী আকন, প্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ।
তিনি বলেন, “জনগণের ক্ষোভ আজ তীব্র। ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় এখনই কার্যকর উদ্যোগ ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা ছাড়া বিকল্প নেই।”
সমাবেশের সভাপতিত্ব করেন মাওলানা রেজাউল করীম, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বেলকুচি থানা শাখা।
সমাবেশে নেতৃত্ব দেন মুফতী হাজী শেখ মুহাম্মাদ নুরুন নাবী, বেলকুচি-চৌহালী-এনায়েতপুর আসনের গণমানুষের নেতা ও সিরাজগঞ্জ-৫ সংসদ সদস্য পদপ্রার্থী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ), ইসলামী আন্দোলন বাংলাদেশ।
তিনি বলেন, “এই অঞ্চলের মানুষ বহুদিন ধরে অবহেলিত। আমরা নির্বাচিত হলে বেলকুচি-চৌহালী-এনায়েতপুরকে আধুনিক, সুরক্ষিত ও শিল্পবান্ধব এলাকায় রূপান্তর করব।”
এসময় আরো বক্তব্য রাখেন— মাওলানা আব্দুস সামাদ, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিরাজগঞ্জ জেলা, মাওলানা মোতারেবুর রহমান সাঈফী, সেক্রেটারি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, সিরাজগঞ্জ জেলা, প্রফেসর আবদুস সাত্তার, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, চৌহালী উপজেলা, আলহাজ্ব মুফতী আলমগীর হুসাইন, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনায়েতপুর থানা
সমাবেশের মূল দাবি মধ্যে রয়েছেন- বেলকুচিতে শিল্প গ্যাস সংযোগ প্রদান, মুকুন্দগাঁতীতে স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণ, বেলকুচি-চৌহালী-এনায়েতপুর রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, তাঁতশিল্প উন্নয়ন ও সরকারি আর্থিক সহায়তা নিশ্চিতকরণ, প্রকৃত কৃষকদের সার, বীজ, কৃষি উপকরণ ও আধুনিক যন্ত্রপাতি বিনামূল্যে প্রদান।
বক্তারা বলেন— এই দাবিগুলো পূরণ না হলে জনগণ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। তারা আরও জানান, এলাকার নদীভাঙন, অবকাঠামোগত দুরবস্থা, তাঁত শিল্পে সংকট এবং কৃষকদের সমস্যাগুলো দ্রুত সমাধান জরুরি।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর থানা শাখার যৌথ উদ্যোগে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল শেরনগর হয়ে মুকুন্দগাতী বাজার এলাকা প্রদক্ষিণ করে আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদে এসে সমাপ্ত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন