Top News

পাটগাতী গ্রামীণ পানি সমিতির মাসিক মূল্য তালিকা বৃদ্ধি


 

গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি : জসিম মুন্সী 


গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ৪ নং পাটগাতী ইউনিয়নের গ্রামীণ পানি সমিতির মাসিক বিলের হার বাড়িয়েছে কর্তৃপক্ষ। গ্রামীন পানি সমিতির পক্ষ থেকে জানানো হয়, বিদ্যুৎ বিল, কেমিক্যাল, যন্ত্রাংশ ও মেরামতের খরচ বৃদ্ধি পাওয়ায় ৭ সদস্যদের আলোচনায় এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।


পাটগাতি গ্রামীন পানি সমিতির কর্তৃপক্ষ জানান,  

হাফ ইঞ্চি (০.৫০), ২৫০ টাকা নেওয়া হতো কিন্তু বিল বৃদ্ধি পাওয়ায় এই মাস থেকে ৩৫০ টাকা নেওয়া হবে। এবং (০.৭৫) ইঞ্চি ৩০০ টাকা কিন্তু সেখানে ৪০০ টাকা দেওয়া হবে।

পানির পূর্বের মাসিক বিল ছিল ২৫০ টাকা যা ১০০ টাকা বৃদ্ধি করে বর্তমানে ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ০.৭৫ ইঞ্চি পানির মাসিক বিল ছিল ৩০০ টাকা যা ৪০০ টাকা করা হয়েছে।


সমিতির সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, আমরা বিদ্যুৎ বিল ও যন্ত্রাংশের দাম বাড়ায় আর্থিক চাপে পড়েছি। এখনো বিদ্যুৎ বিল বাকি আছে এই বিদ্যুৎ বিলের খরচ না উঠলে পারলে সেবা চালানো সম্ভবনা।


গ্রামীণ পানি সমিতি কর্তৃপক্ষ বলছেন, তারা স্থানীয় প্রশাসনের অনুমতি ও ৭ সদস্যদের মধ্যে আলোচনা সাপেক্ষে নিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন