Top News

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় হতাহত ৩টি পরিবারের মাঝে ১১ লক্ষ টাকার চেক বিতরণ

 

 গতকাল ২১শে সেপ্টেম্বর বিকেলে রাজবাড়ী কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ রাজবাড়ী সার্কেলের আয়োজিত অনুষ্ঠানে এই চেক বিতরণ করা হয়।
 জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিআরটিএ’র চেয়ারম্যান(অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ চেক বিতরণ করেন।
 এ সময় বিআরটিএ’র ঢাকা বিভাগের পরিচালক শফিকুজ্জামান ভুঁইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, এনডিসি সাদ আহমেদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক, বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক মোহাম্মদ নাছির উদ্দিন, মোটরযান পরিদর্শক শেখ ওয়াহিদ, মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত, রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি মুরাদ হাসান, সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক, সহ-সাধারণ সম্পাদক রইচ উদ্দিন বাবুসহ বিআরটিএ’র কর্মকর্তা ও কর্মচারী এবং ভুক্তভোগী পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় বাস মালিক গ্রুপের নেতা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
 প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএ’র চেয়ারম্যান(অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, অনেক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার সরকারের এই আর্থিক সহায়তার সুযোগ সম্পর্কে অবগত নয়। তাই বিষয়টি নিয়ে ব্যাপক প্রচারণা চালানো জরুরি। দুর্ঘটনা হ্রাসে সরকার ইতোমধ্যে নানান পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপ যথাযথভাবে বাস্তবায়ন হলে দুর্ঘটনা অনেকটাই কমে আসবে।
 তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনায় কেউ যদি মারা যায় তাহলে তার পরিবার সর্বোচ্চ ৫ লক্ষ টাকা, কেউ যদি সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ব বরণ করে এবং তার যদি ভালো হওয়ার সুযোগ না থাকে সে ৩ লক্ষ টাকা ও কেউ যদি সড়ক দুর্ঘটনা আহত হয় তাকে ১ লক্ষ টাকা দেওয়া হবে। আজকে যারা এই টাকাটা পাবেন এটা তাদের জন্য অনুগ্রহ নয়। এটা আপনাদের অধিকার। আমরা আপনাদের অধিকার দেওয়ার জন্য বসে আছি।
 সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, আজকে রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২জন নিহতের পরিবার ও ১জন আহতের পরিবারকে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের থেকে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। এই টাকা আপনাদের অনুদান না, এটা আপনাদের অধিকার।
 এ সময় রাজবাড়ী জেলার নিহত ২জন ও আহত ১জন ভুক্তভোগী পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। নিহত পরিবারকে ৫ লক্ষ টাকা এবং আহত পরিবারকে ১লক্ষ টাকা করে সহায়তা প্রদান করা হয়।

Post a Comment

নবীনতর পূর্বতন