Top News

জনআকাঙ্ক্ষা পূরণে বাবার পথে হাঁটছেন মির্জা মোস্তফা জামান...

 


সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধি: জাহিদুল হক জাহিদ 


আজ সোমবার, ২২ সেপ্টেম্বর'২৫ ইং তারিখ বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র মুজিব সড়ক হয়ে শহরের বিভিন্ন রোডে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগে নামেন তিনি। 


এসময় তিনি সড়কের দুই পাশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং ৩১ দফা লিফলেট বিতরণ করে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।


গণসংযোগকালে সাধারণ মানুষের উদ্দেশে দেওয়া এক সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা মোস্তফা জামান বলেন, আমার বাবা সিরাজগঞ্জ সদরের সাবেক এমপি মরহুম মির্জা মুরাদুজ্জামান এই আসনের মানুষের জন্য তার জীবন উৎসর্গ করে গেছেন। তিনি ছিলেন আপনাদের লোক, গণমানুষের নেতা। আমি তার সন্তান হিসেবে বাবার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে এবং আপনাদের সুখে-দুঃখে পাশে থাকতে চাই।


তিনি আরও বলেন, দেশ আজ এক কঠিন সময় পার করছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া দামে সাধারণ খেটে খাওয়া মানুষ দিশেহারা। আমি আপনাদের কথা দিচ্ছি, যদি আপনারা আমাদের ধানের শীষে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দেন, তবে আমি এই আসনের গরিব ও মেহনতি মানুষের জীবনমান উন্নয়নে নিজেকে উৎসর্গ করব। আমি কোনো নেতা হতে আসিনি।


বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামের অংশ হিসেবে আমি আপনাদের কাছে এসেছি। তার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। তিনি সকল ভয়ভীতি উপেক্ষা করে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।


লিফলেট বিতরণ শুরুর পূর্বে উদ্বোধনী বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা ড্যাবের সভাপতি ডাঃ আব্দুল লতিফ। 


উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র অন্যতম সদস্য মোঃ আসলাম উদ্দিন, ছাত্র-বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, জেলা ড্যাবের সদস্য ও সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আব্দুল আজিজ, পৌর বিএনপি নেতা ফরহাদ হোসেন, শহর বিএনপি নেতা জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহেল রানা হামিদ, পৌর জাসাস এর সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাওন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহাগ, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার, যুবদল নেতা ওলি আহমেদ, পাপ্পু শেখ, মোঃ হাবীব ও যুবনেতা মোঃ রিপন এবং শ্রমিক নেতা নাঈম ইসলাম প্রমুখ।

Post a Comment

নবীনতর পূর্বতন