Top News

দেশীয় শুটার গানসহ রাকিব (২০) নামে এক যুবককে গ্রেপ্তার "


 

রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টারঃ


ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে অবৈধ দেশীয় তৈরি ওয়ান শুটার গানসহ রাকিব (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার সহযোগী সহিদ (৪০) পালিয়ে যায়।


বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।


এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার বাইপাইল কেন্দ্রীয় মসজিদসংলগ্ন ফুটওভার ব্রিজের নিচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃত রাকিব নরসিংদীর রায়পুরা থানার মধ্যনগর এলাকার আবু সিদ্দিক মিয়ার ছেলে। পলাতক সহিদ নরসিংদীর বালুরচর এলাকার বাসিন্দা বলে জানা যায়।


পুলিশ জানায়, বুধবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বাইপাইল কেন্দ্রীয় মসজিদসংলগ্ন এলাকায় কর্তিপয় দুষ্কৃতিকারী অবৈধ অস্ত্রসহ অবস্থান করছে। পরে উক্ত ঘটনাস্থলে পৌঁছালে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে দু’জন দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় রাকিবকে গ্রেপ্তার করা হলেও সহিদ পালিয়ে যায়।


পুলিশ আরও জানায়, গ্রেপ্তার রাকিবের কাঁধে থাকা কালো স্কুলব্যাগ তল্লাশি করে দেশীয় তৈরি একটি পুরাতন ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।


আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম জানান, যৌথ বাহিনীর সহযোগিতায় অবৈধ দেশীয় আগ্নেয়াস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আজ দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন