মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় কেন্দ্র ঘোষিত পাঁচদফা দাবী বাস্তবায়নের দাবীতে হরিণাকুণ্ডু উপজেলা জামায়াতের আয়োজিত বিক্ষোভ সমাবেশে উত্তাল পরিবেশের সৃষ্টি হয়, প্রিয়নাথ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গন ।
আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলা শহরের প্রিয়নাথ স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
এতে কয়েক হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজের গেটের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর, অধ্যাপক আলী আজম আবু বকর, জেলা সেক্রেটারি, আব্দুল আউয়াল উপজেলার আমীর মোঃ বাবুল হোসেন ও সেক্রেটারি ইদ্রিস আলীসহ প্রমূখ।
বক্তারা বলেন, ‘ফ্যাসিবাদী প্রথা দূর করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। অথচ একটি রাজনৈতিক দল এখনো পিআর পদ্ধতির নির্বাচন সম্পর্কে অজ্ঞ। আমরা মনে করি, তারা রাজনৈতিকভাবে এখনো অপরিপক্ব।’
তারা আরও বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচার করতে হবে। একইসঙ্গে জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে।” বক্তারা আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সনদের ভিত্তিতে একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান।
সমাবেশে উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা পাঁচদফা দাবী তুলে ধরেন এবং তা দ্রুত মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
একটি মন্তব্য পোস্ট করুন