Top News

হোসেনপুরে গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা, থানায় লিখিত অভিযোগ


 মোঃজোনায়েদ হোসেন জুয়েল 

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের হোসেনপুরে গৃহবধূর ঘরে জোরপূর্বক প্রবেশ করে মারধর ও ধর্ষণের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মোছাঃ শারমিন আক্তার (২১) হোসেনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর ২০২৫ইং দুপুর ১টায় ৩০মিনিটের দিকে স্বামী বাড়িতে না থাকার সুযোগে একই এলাকার বাসিন্দা আবু নাঈম ভূঞা রেনু (৫৫), আলম মিয়া (৪৫) ও আলমগীর হোসেন (৩৫) একযোগে শারমিন আক্তারের বসতবাড়িতে প্রবেশ করে। এর মধ্যে ১নং অভিযুক্ত আবু নাঈম ভুক্তভোগীর বসতঘরে ঢুকে দরজা বন্ধ করে কুরুচিপূর্ণ কথা বলে এবং এক পর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে ধর্ষণের চেষ্টা চালায়।

অভিযোগে আরও বলা হয়, এ সময় ভুক্তভোগীকে বেদম মারধর করে মুখে-নাকে আঘাত করা হয়। তার চুল ধরে টানা-হেঁচড়া করা হয়। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে।

ঘটনার স্বাক্ষী হিসেবে স্থানীয় কয়েকজন নারী-পুরুষের নামও উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীর দাবি, বিবাদীরা দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক সেবন, চুরি-ছিনতাই এবং নারীদের উত্ত্যক্তসহ নানা অপরাধে জড়িত। তাদের ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পান না।

ভুক্তভোগী আরও অভিযোগ করেন, বিবাদীরা হুমকি দিয়ে বলেছে— যদি তিনি এ ঘটনা প্রকাশ করেন বা আইনগত পদক্ষেপ নেন, তবে তার স্বামীকে হত্যা করে লাশ গুম করবে এবং তাকে ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার ভয় দেখাবে।

এই বিষয়ে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ মারুফ হাসান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন