Top News

হরিণাকুণ্ডুতে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন উপজেলাতে


মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ) 


 বর্ণাঢ্য আয়োজন এবং উৎসবমূখর পরিবেশে সারা দেশের ন্যায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় শুরু হয়েছে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা। ৫২ তম বাংলাদেশ জাতীয় স্কুল,মাদ্রাসা, ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায়, উপজেলা পর্যায়ে আয়োজিত এই প্রতিযোগিতায় শত-শত শিক্ষার্থী অংশ নিচ্ছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) ২০২৫ ইং তারিখ, প্রিয়নাথ স্কুল এণ্ড কলেজ মাঠ প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন,উপজেলা নির্বাহী অফিসার উপজেলা পরিষদের প্রশাসক বি এম তারিক-উজ-জামান। 

হরিণাকুণ্ডু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাঃ আব্দুল বারী এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈষিতা আক্তার, হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম হাওলাদার। 

এছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল মাদ্রাসার প্রধান প্রধান শিক্ষক এবং ক্রীড়া শিক্ষক, ইলেকট্রনিক্স ও প্রিন্টি মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আট ইউনিয়ন থেকে প্রতিষ্ঠান পর্যায়ের খেলা শেষে উপজেলা পর্যায়ে, সাত দিনব্যাপী এই প্রতিযোগিতায় ফুটবল,হ্যাণ্ডবল,কাবাডি, দাবা ও সাঁতারসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেবে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা।

Post a Comment

নবীনতর পূর্বতন