৪ সেপ্টেম্বর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় সচিব, অতিরিক্ত সচিব, মহাপরিচালক, এনসিটিবির মাননীয় চেয়ারম্যান, সদস্য (টেক্সটবুক), ডিপি এবং এনসিটিবির অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়াও পাঠ্যপুস্তক মুদ্রণে সম্পৃক্ত প্রেস মালিক ও প্রতিনিধিরা এক মতবিনিময় সভায় অংশ নেন।
প্রতি বছর প্রাক-প্রাথমিক ও প্রথম থেকে পঞ্চম শ্রেণির বই মুদ্রণ প্রক্রিয়ায়, এনসিটিবি আগামী শিক্ষাবর্ষের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার চ্যালেঞ্জ থেকে এ বছর দরপত্র প্রক্রিয়া আগেভাগেই শেষ হয়েছে।
উক্ত সভায় প্রেস মালিকদের পক্ষ থেকে “পলি প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী জনাব রায়হান” এবং “ব্রাইট প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী জনাব মো. মহসীন” আশ্বাস দেন যে, “নভেম্বরের প্রথম সপ্তাহেই টেন্ডারের স্পেসিফিকেশন অনুযায়ী গুণগতমান বজায় রেখে প্রাক-প্রাথমিক ও প্রথম থেকে পঞ্চম শ্রেণির সব বই মাঠপর্যায়ে সরবরাহ করা হবে। একই সঙ্গে তারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং প্রশাসনিক সহায়তার জন্য উপদেষ্টা ও সচিবের কাছে সহযোগিতা কামনা করেন”। আগামী সপ্তাহের শুরু থেকে বই মুদ্রণের কাজ শুরু হবে বলে মনে করেন উপস্থিত কর্মকর্তারা।
চেয়ারম্যান মহোদয় তার বক্তব্যে আসস্ত করেন, এবার কয়েক ধাপে নজরদারি ও নিরীক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। যাতে পাঠ্য বইয়ের গুণগত মান অক্ষুন্ন থাকে। তিনি সকল প্রেস মালিকগণকে তাদের এই সহযোগিতা ও দেশের প্রতি দ্বায়িত্ব পালন করার জন্য ধন্যবাদ জানান।
মাননীয় উপদেষ্টা ও সচিব মহোদয় আশাবাদ ব্যক্ত করেন, সবার সহযোগিতায়, সময়মতো মানসম্পন্ন বই মুদ্রণ ও সরবরাহ নিশ্চিত করা গেলে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ২০২৬ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক এবং প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণির সব বই কোমলমতি শিক্ষার্থীদের হাতে আগামী ১লা জানুয়ারিতেই পৌঁছে দেওয়া সম্ভব হবে এবং এর মাধ্যমে শিক্ষা কার্যক্রম নির্বিঘ্নভাবে এগিয়ে যাবে, জাতি উপকৃত হবে এবং দেশও অগ্রগতির পথে আরো একধাপ এগিয়ে যাবে।
একটি মন্তব্য পোস্ট করুন