Top News

জাবি বাগছাসের মানববন্ধন


 মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সেনাবাহিনীর সদস্যদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের দাবি জানিয়ে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ রোববার বিকেল সাড়ে তিনটার দিকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাবি শাখার আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন করেন তারা। মানববন্ধন সঞ্চালনা করেন রায়হান।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে গুম, খুনের সাথে জড়িত অভিযুক্ত সেনা সদস্যদের গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিয়ে বিচার নিশ্চিতের দাবি জানান।

মানববন্ধনে গণতান্ত্রিক ছাত্র সংসদের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন আয়ান বলেন, আপনারা দেখেছেন বিগত ১৫ বছর ধরে কিভাবে এই ফ্যাসিবাদ সরকার, আওয়ামী লীগ সরকার, দেশে গুম খুনের রাজত্ব চালিয়েছিল। তারা কিভাবে নির্বিচারে, তারা নিঃশংসভাবে কিভাবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে।

আমরা দেখেছি এই গুম খুনের সাথে সংক্রান্তের সাথে এই ভারতের দিল্লি সরাসরিভাবে সম্পৃক্ত ছিল। আমরা চাই ২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ভারতের আর দাদাগিরি না চলুক, দিল্লির তাবেদারি না চলুক। আমরা দেখেছি গত ১৫ বছরে ৩ হাজারেরও অধিক বিচার বহির্ভুত হত্যাকাণ্ড ঘটেছে, ৭০০ এর অধিক গুম হয়েছে।

মানববন্ধনের জাকসুর সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ও বাগছাসের সিনিয়র যুগ্ম আহবায়ক আহসান লাবিব বলেন, দিনেরপর দিন যারা সাধারণ নাগরিকদের নির্যাতন করেছে, গুম করেছে, হত্যা করেছে এবং এসবে পরোক্ষভাবে জড়িত ছিল তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।

কোনোরকম তাদের মার্শাল কোর্টে বিচার হওয়া চলবেনা। তাদেরকে আন্তজার্তিক আদালতের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে। তাদেরকে আমরা প্রিজন ভ্যানে দেখতে চাই।

Post a Comment

নবীনতর পূর্বতন