গণতান্ত্রিক চর্চা জোরদারে দিনাজপুরে সুজনের ‘গণভোট ২০২৬’ উপজেলা ক্যাম্পেইন কর্মশালা
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
সিয়ামুর রশিদ
সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর উদ্যোগে গণভোট ২০২৬ সফল বাস্তবায়নের লক্ষ্যে দিনাজপুরে উপজেলা পর্যায়ের ক্যাম্পেইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর জেলার ১৩টি উপজেলা থেকে আগত মোট ২৬ জন উপজেলা ক্যাম্পেইন ফ্যাসিলিটেটর এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি বিপুল সরকার সানি এবং অধ্যাপক আরিফ হোসেন, বিভাগীয় প্রধান, প্রাণিবিদ্যা বিভাগ। অতিথিরা তাঁদের বক্তব্যে গণতান্ত্রিক চর্চা জোরদার, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে গণভোটের ভূমিকা এবং নাগরিক অংশগ্রহণ বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে অধ্যাপক আরিফ হোসেন বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামত রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে প্রতিফলিত হলে গণতন্ত্র আরও শক্তিশালী হয়।
কর্মশালাটি পরিচালনা করেন মো. রাব্বি হোসেন, ডিস্ট্রিক্ট ক্যাম্পেইন ফ্যাসিলিটেটর, সুজন, দিনাজপুর। তিনি উপজেলা পর্যায়ে ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়নের কৌশল, নাগরিক সচেতনতা সৃষ্টি, মাঠপর্যায়ে সংগঠকদের দায়িত্ব ও কার্যকর ভূমিকা নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।
কর্মশালার বিভিন্ন পর্বে অংশগ্রহণকারীরা দলগত আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে গণভোট ২০২৬ বাস্তবায়নে সম্ভাব্য চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে স্পষ্ট ধারণা লাভ করেন। আয়োজনের শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় নাগরিকদের সম্পৃক্ত করে গণভোট ২০২৬ সফল করতে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, এ ধরনের কর্মশালার মাধ্যমে তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক সচেতনতা বৃদ্ধি পাবে এবং গণভোট ২০২৬ বাস্তবায়নে একটি শক্ত ভিত্তি তৈরি হবে।

কোন মন্তব্য নেই: