দূর্গাপুরে সরকারি হাসপাতালে দুদকের অভিযান।
উপজেলা প্রতিনিধিঃ দূর্গাপুর (নেত্রকোণা)
আনারুল ইসলাম,
নানা অনিয়ম ও অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. সারোয়ার হোসেন, উপ-সহকারী পরিচালক সাহাদাত হোসেন, মো. রেজওয়ান আহমেদ এর নেতৃত্বে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান পরিচালিত হয়। বৃহ:স্পতিবার (২২ জানুয়ারী) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।
দুদকের অভিযানে, হাসাপাতালের খাবার, ঔষধ ও রোগীদের টিকিট কাটা ও ভুয়া বিল ভাউচারের অনিয়ম ও দুর্নীতির প্রমাণ মিলে হাসপাতালে। ওইদিন দুপুরে হাসপাতলে প্রবেশ করে দুদকের টিম। এসময় হাসপাতালে দায়িত্বরত স্টাফরাও যথা সময়ে উপস্থিত হয়নি বলেও প্রমাণ পাওয়া যায়।
এছাড়া হাসপাতলে খাবারের অনিয়ম, খাবারের আইটেমে যা দেওয়ার কথা তা নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। হাসপাতালের পরিবেশ দুর্গন্ধযুক্ত, ওষুধ পত্র সরবরাহতেও রয়েছে অনিয়মের প্রমান।
এ বিষয়ে দুর্নীতির অভিযোগ এনে দুদকের উপ-পরিচালক সারোয়ার হোসেন বলেন, অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে আমরা সকাল সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালে অবস্থান করে বিভিন্ন অনিয়ম দেখতে পেয়ে তাদের বিস্তরিত অবহিত করি।
এ বিষয়ে প্রতিবেদন তৈরী করে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তিতে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিবে দুদক।

কোন মন্তব্য নেই: