মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টারঃ কিশোরগঞ্জ
মো. জোনায়েদ হোসেন জুয়েল
শীত মৌসুমে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়ে প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে সুফিয়া–মান্নান ফাউন্ডেশন। ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এবং সুফিয়া–মান্নান গণগ্রন্থাগারের সার্বিক তত্ত্বাবধানে কিশোরগঞ্জ জেলার একটি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র, নতুন পোশাক এবং শিক্ষা সহায়ক বই বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ৮টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুফিয়া–মান্নান গণগ্রন্থাগারের সভাপতি মো. মোবারক হোসেন সুমন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পোল্ট্রি অ্যাসোসিয়েশন অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও সুফিয়া–মান্নান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন,
“অসহায় শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টি করা এবং মানবিক সহায়তা প্রদান আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের কার্যক্রম তাদের শিক্ষাজীবনে নতুন আশার সঞ্চার করবে। ভবিষ্যতেও সুফিয়া–মান্নান ফাউন্ডেশন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মো. আশরাফ উদ্দিন, খোরশেদ উদ্দিন ভূঞা ইসলামিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. কামাল উদ্দিন এবং বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ও ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ড সদস্য মো. শফিকুল ইসলাম বাবুল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার পরিচালক মাওলানা মো. হুমায়ুন কবির মিল্লাতী। পরে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র, নতুন পোশাক, শিক্ষা উপকরণ ও নতুন বই তুলে দেন।
অনুষ্ঠান শেষে বক্তারা সুফিয়া–মান্নান ফাউন্ডেশন ও গণগ্রন্থাগারের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদের এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।
.jpg)
কোন মন্তব্য নেই: