হরিণাকুণ্ডুতে খোলা স্থানে প্রস্রাব, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা


 

স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ

মোঃ রবিউল ইসলাম, 

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় প্রকাশ্যে উন্মুক্ত স্থানে প্রস্রাব করার অভিযোগে আলাউদ্দিন নামের এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার পার্বতীপুর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।


স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার পার্বতীপুর বাজারে সাপ্তাহিক হাট বসায় বাজার ও আশপাশের এলাকায় লোকজনের ব্যাপক সমাগম ছিল। ওই সময় বিকেলে রাস্তার পাশে একটি খোলা জায়গায় দাঁড়িয়ে প্রস্রাব করছিলেন অভিযুক্ত ব্যক্তি। বিষয়টি নজরে আসলে তাৎক্ষণিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।


এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা রুপালী বাংলাদেশ কে বলেন, জনসম্মুখে উন্মুক্ত স্থানে প্রস্রাব করা দৃষ্টিকটু এবং সামাজিক শালীনতার পরিপন্থী। এ অপরাধে দণ্ডবিধি ১৮৬০-এর ২৯১ ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।


হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দিদারুল আলম বলেন, জনসমাগমপূর্ণ বাজার এলাকায় এমন কর্মকাণ্ড আইনত দণ্ডনীয়। এ কারণে ভ্রাম্যমাণ আদালত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেছে।

কোন মন্তব্য নেই: