Top News

এ বছর রাজবাড়ী থেকে মেদিনীপুরে যাচ্ছে না উরস স্পেশাল ট্রেন

 

ছেদ পড়ল বাংলাদেশ থেকে পুণ্যার্থী নিয়ে আসা স্পেশাল ট্রেন যাত্রায়। অনুমতি না মেলায় এবার মেদিনীপুরে আসছে না উরস স্পেশাল ট্রেন। দুই দেশের সরকারের তরফে এখনও কোনও বিবৃতি পাওয়া না গেলেও এবার যে বিশেষ ট্রেন আসছে না, তা জানিয়ে দিয়েছেন বাংলাদেশ স্থিত আঞ্জুমান ই কাদেরিয়ার সভাপতি মহম্মদ মহবুব উল আলম। ধর্মীয় এই সংস্থাটিই বরাবর উরস স্পেশাল এই বিশেষ ট্রেনটিকে বাংলাদেশের রাজবাড়ি থেকে মেদিনীপুর আনার দায়িত্বে থাকে। ১২৩ বছরের ইতিহাসে এনিয়ে মোট পাঁচবার তাদের ট্রেন যাত্রায় ছেদ পড়ল। মহবুব সাহেবের কথায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং করোনার সময় মোট চার বছর তারা পুণ্যার্থীদের ট্রেনে করে নিয়ে যেতে পারেননি। এবারও সার্বিক পরিস্থিতি চিন্তা করে পুণ্যার্থীদের নিয়ে মেদিনীপুর না যাওয়ারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেদিনীপুর শহরের জোড়া মসজিদে প্রতি বছর ব্যালার ফাল্গুন মাসের ৪ তারিখ মহান সুফি সাধক সৈয়দ শাহ মুর্শেদ আলি আলকাদেরি আলবাগদাদি তথা মণ্ডলাপাকের উরস পালিত হয়। এবছর ১২৪তম উরস ফেব্রুণ্যারি মাসের ১৭ তারিখ হবে।



রাজবাড়ী প্রতিনিধি 

মোঃ সোজাত মোল্লা 

Post a Comment

নবীনতর পূর্বতন