মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়া আর নেই

0

 


মাগুরার সেই শিশুটি শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) পেডিয়াট্রিক নিউরোলজি বিভাগের অধ্যাপক কর্নেল নাজমুল হামিদ এই তথ্য নিশ্চিত করেছেন।


কর্নেল নাজমুল হামিদ জানান, “আজ সকালে শিশুটির দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। প্রথম দফায় সিপিআর দেওয়ার পর তার হৃৎস্পন্দন ফিরে আসে। তবে দুপুর ১২টায় তার আবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। দ্বিতীয়বার সিপিআর দেওয়া হলেও হৃৎস্পন্দন ফিরে আসেনি। পরে দুপুর ১টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।”


শিশুটি মৃত্যুতে পরিবার ও সংশ্লিষ্ট সকলকে শোকের সাগরে ভাসিয়ে দিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)