Top News

ঢাকা আশুলিয়া সাব-রেজিস্ট্রার অফিসে দুর্নীতির প্রমাণ পেল দুদক

 

রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার


ঢাকার আশুলিয়ায় সাব-রেজিস্ট্রার অফিসে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে অভিযানে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রমাণ খুঁজে পায় দুদক কর্মকর্তারা।


বুধবার (১৬ এপ্রিল) দুপুরে আশুলিয়ার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সমন্বিত ঢাকা জেলা-২ এর দুদকের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগের নেতৃত্বে ৩ সদস্যের একটি দল অভিযান পরিচালনা করে।


 এসময় দুদকের কর্মকর্তারা আশুলিয়ার সাব-রেজিস্ট্রার অফিসের বিভিন্ন কক্ষে তল্লাশি করে। পরে গত কয়েক দিনে আশুলিয়ার সাব-রেজিস্ট্রার অফিসে হওয়া দলিল গুলো যাচাই বাছাই করে। এসময় দুদকের কর্মকর্তারা সাব-রেজিস্ট্রার অফিসের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রমাণ খুঁজে পেয়েছে।


অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বলেন, গোপন অভিযোগের ভিত্তিতে আশুলিয়া সাব-রেজিস্ট্রার অফিসে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় সাব-রেজিস্ট্র্ার অফিসের বিভিন্ন কক্ষ তল্লাশি ও কারা কারা কাজ করছে তা দেখা হয়।


এখানে কোনো দালালের দৌরাত্ম আছে কি না এবং নকল নবিশরা কিভাবে কাজ করছে তা সব কিছু খতিয়ে দেখা হয়েছে। এছাড়াও গত দুই তিন দিনে যে সকল দলিল হয়েছে তা যাচাই করা হয়েছে। অনেক গুলো অনিয়ম পাওয়া গিয়েছে । একটি জমিতে বহুতলা ভবন থাকা সত্বেও জমিতে ভবন না দেখিয়ে জমি রেজিস্ট্রি করা হয়েছে। এতে সরকার বিপুল পরিমান রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।


এসময় দুদকের ওই কর্মকর্তা আরো বলেন, সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে জেনেছি নকল নবিশরা নানা ভাবে অতিরিক্ত ফি নিচ্ছে। এগুলোর বিষয়ে আমরা সাব-রেজিস্ট্রারকে সর্তক করেছি।


আমরা যেসকল রেকর্ড পত্র পেয়েছি, সেগুলোর আলোকে আমরা কমিশন রবারব একটি প্রতিবেদন দিবো। কমিশন আমাদের যে ধরণের আইনগত ব্যবস্থা নেওয়ার নিদের্শনা দিবেন সেই ধরণের আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদকের এই কর্মকর্তা।

Post a Comment

নবীনতর পূর্বতন