ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে বাগেরহাট ছাত্রদলের হুঙ্কার, জনমত গঠনের ঘোষণা

0

ফিলিস্তিন ও গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে গর্জে উঠলো বাগেরহাট জেলা ছাত্রদল। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে সরকারি পিসি কলেজ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে এক সমাবেশে মিলিত হয়।


মিছিলে "ফিলিস্তিনের মুক্তি চাই", ইসরায়েলি আগ্রাসন বন্ধ কর", "গণহত্যা বন্ধ কর" স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন ছাত্রদলের নেতা-কর্মীরা। সমাবেশে জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ইসরায়েলের এই ঘৃণ্য হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।


এ সময় উপস্থিত ছিলেন আলী সাদ্দাম আহমেদ দীপ,ফয়সাল মোর্শেদ, শেখ আল মামুন, আল ইমরান, শামিম শিকদার,রানা দিদার,শাওন,টুটুল,হাবিবুল্লাহ ওয়াহেদ হাবিব,সাগর,তরিকুল মল্লিক,ইমরান খান আবির,রিয়াদ,মিজান,সার্জা,সামির,রথী,রোহিত,শামিম মুন্সি,জসিম মিনা,ফারহান মাসুকসহ ছাত্রদলের বিভিন্ন নেতা কর্মীরা ।


জেলা ছাত্রদলের নেতা আলী সাদ্দাম আহমেদ দীপ বলেন, "ইসরায়েল দিনের পর দিন নিরীহ ফিলিস্তিনিদের উপর যে গণহত্যা চালাচ্ছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিশ্ব বিবেক আজ নীরব দর্শক। আমরা বাগেরহাট জেলা ছাত্রদল এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এই গণহত্যা বন্ধের দাবি জানাই।


ফয়সাল মোর্শেদ তার বক্তব্যে বলেন, "আমাদের সকলের উচিত ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানো এবং ইসরায়েলের সকল পণ্য বয়কট করা। প্রয়োজনে ফিলিস্তিনের স্বাধীনতা রক্ষায় যুদ্ধ ঘোষণারও সময় এসেছে।


শেখ আল মামুন বলেন, আমরা শুধু প্রতিবাদ জানিয়েই ক্ষান্ত হবো না। ইসরায়েলের বিরুদ্ধে জনমত গঠনে জেলা ছাত্রদল শীঘ্রই ব্যাপক প্রচার প্রচারণা চালাবে। আমরা সাধারণ ছাত্র-ছাত্রীসহ সকলের কাছে ইসরায়েলের আসল চেহারা তুলে ধরব।


বক্তারা আরও বলেন, গাজা ও ফিলিস্তিনে গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। একইসাথে তারা বাংলাদেশের সরকারকেও এই বিষয়ে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান। জেলা ছাত্রদলের এই বিক্ষোভ ও সমাবেশ ইসরায়েলের বিরুদ্ধে বাগেরহাটের ছাত্র সমাজের তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায়।
 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)