Top News

কেন্দ্রীয় ছাত্রদলের সেই নেত্রীর আত্মহত্যার চেষ্টা

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি আত্মহত্যার চেষ্টা করেছেন। রোববার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঢাকার নিজ বাসায় ঘুমের ওষুধ সেবন এবং হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।


পরিবার সূত্রে জানা গেছে, গুরুতর আহত অবস্থায় উর্মিকে লালমাটিয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রদলের সাবেক নেতা সোহেল রানা তথ্যটি নিশ্চিত করেছেন।


আত্মহত্যা চেষ্টার আগে উর্মি ফেসবুকে একটি স্ট্যাটাসও দেন। ওই পোস্টে উর্মি লিখেছেন, ‘সরি আব্বু-আম্মু। আমি ক্লান্ত। মাফ করে দিও।’


এদিকে রোববার (৬ এপ্রিল) রাতে উর্মির বোন কেন্দ্রীয় মহিলা দলের সহ-মানবাধিকার সম্পাদক ফাতেমা তুজ জোহরা এক ফেসবুক পোস্টে জানান, ধর্ষণ ও হত্যার হুমকির পর ছাত্রদলের নেতাকর্মীরা কেউ পাশে না দাঁড়ানোয় হতাশা থেকে সে আত্মহত্যার চেষ্টা করেছে বলে ধারণা করা হচ্ছে।


প্রসঙ্গত, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বা একাধিক আইডি থেকে কেন্দ্রীয় ছাত্রদলের এই নেত্রীকে ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে প্রতিবাদও জানান।
 

Post a Comment

নবীনতর পূর্বতন