Top News

ঢাকা সাভারে বাঁশঝাড়ে মিলল নারীর মরদেহ, পুলিশের ধারণা ধর্ষণের পর হত্যা

রাজ রুস্তম আলী স্টাফ রিপোর্টার  

ঢাকা সাভারে বাঁশঝাড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীকে শ্বাসরোধে হত্যার পর তার মুখমণ্ডল রাসায়নিক পদার্থ ব্যবহার করে বিকৃত করা হয়েছে।


শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর এলাকায় বাঁশঝাড়ের ভেতরে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।


স্থানীয়রা জানান, বিকেলে কালিয়াকৈর এলাকায় গোল্ডেন লাইন নামে একটি গার্মেন্টসের পেছনে বাঁশঝাড়ে অর্ধনগ্ন অবস্থায় এক নারীর মরদেহ পাওয়া যায়। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দেওয়া হয়।

সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল এসেছি। গতকাল রাতে ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এছাড়াও নিহত নারীর পরিচয় যাতে নিশ্চিত করা না যায় সেজন্য মুখমণ্ডলে এক ধরনের রাসায়নিক পদার্থ দিয়ে বিকৃত করা হয়েছে এবং অর্ধনগ্ন অবস্থায় মরদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে ধর্ষণ করা হয়েছে। তবে ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


নিহত নারীর পরিচয় নিশ্চিতের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Post a Comment

নবীনতর পূর্বতন