বুধবার (৩০ এপ্রিল) সকাল ১০টায় শ্রী গুরু সঙ্ঘের আয়োজনে ঝালকাঠি আড়ৎদারপট্টি হরিসভা মন্দির থেকে এক মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মঙ্গল শোভাযাত্রা উদ্বোধন করেন, ঝালকাঠি জেলা পূজা উদ্ যাপন পরিষদের সভাপতি অধ্যাপক ডা. অসীম কুমার সাহা।এ সময় জেলা পূজা উদ্ যাপন পরিষদের সাধারন সম্পাদক অলোক কুমার সাহা।যুগ্ন সাধারণ সম্পাদক প্রকৌশলী অসীত কুমার সাহা, শ্রী গুরুসঙ্ঘের পরিমল চন্দ্র দে সহ বহু ভক্তরা উপস্থিত ছিলেন।
আগামি ( ২ মে ২০২৫) শুক্রবার সন্ধ্যা ৬ টায় বিশ্ব শান্তি মঙ্গল কামনায় বিষয় সঙ্ঘ ও প্রসাদ বিতরনের মাধ্যমে মহা মিলন উৎসব ২০২৫ ইং শেষ হবে।