বুধবার (৩০এপ্রিল) বেলা ২টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সামনে আমার দেশ পাঠকমেলা শ্রীমঙ্গলের আয়োজনে এ মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মহসিন মিয়া মধু।
প্রধান অতিথির বক্তব্যে মহসিন মিয়া মধু বলেন, মাহমুদুর রহমান দেশের একমাত্র সম্পাদক যিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এককভাবে কলম ধরেছেন। তার এই সাহসিকতায় ক্ষুব্ধ হয়ে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের ষড়যন্ত্রে তাকে ও আমার দেশের তিন সাংবাদিককে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।
তিনি আরও বলেন, সরকারদলীয় লোকদের দুর্নীতির খবর প্রকাশ করায় এ মামলা। এটি স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের অপচেষ্টা ছাড়া কিছু নয়। অবিলম্বে এই মামলা প্রত্যাহার করতে হবে এবং মোস্তফা কামালকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক খোলা কাগজের মৌলভীবাজার প্রতিনিধি এহসান বিন মুজাহির, সাংবাদিক লেখক সৈয়দ আমিরুজ্জামান প্রমুখ।
আমার দেশ শ্রীমঙ্গল প্রতিনিধি গোলাম কিবরিয়া জুয়েলের সভাপতিত্বে ও ছাত্র মজলিস নেতা মাহমুদুল হাসান নাঈমের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক নয়া দিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি এম ও রকিব, সালাউদ্দিন শুভ, জাহেদ আহমদ, সাইদুল ইসলাম, মুমিন ইসলাম, মুসলিম চৌধুরী, আমজাদ হোসেন বাচ্চু, শামছুল ইসলাম শামীম, এম এ শুকুর, এমরান হোসেন, জামাল হোসেন, মো. আল আমিন, কাওছার আহমদসহ সাংবাদিক, রাজনৈতিক, মানবাধিকার কর্মীর নেতাসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
একটি মন্তব্য পোস্ট করুন