ভারতীয় বিএসএফ মান্দার বেড়িয়া ঠেলে ৭৮ জন বাংলাদেশী নাগরিককে কোষ্ট গার্ডের হাতে তুলে দিল..

0


 ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সুন্দরবনের মান্দার বেড়িয়া ঠেলে দেওয়া ৭৮ জন বাংলাদেশী অবৈধ নাগরিককে কোষ্ট গার্ডের হাতে তুলে দেওয়া হয়েছে।


শনিবার (১০ মে '২৫) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বনবিভাগের পক্ষ থেকে তাদেরকে কাগা-দোবেকী কোষ্ট গার্ডের মাধ্যমে মংলা বন্দরের কোষ্ট গার্ড অফিসে পাঠানো হয়েছে।


সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারি রেঞ্জ কর্মকর্তা এসএম হাবিবুর রহমান জানান, গত বৃহষ্পতিবার সন্ধ্যায় ভারতীয় বিএসএসএফ ৭৮ জনকে বাংলাদেশী নাগরিক হিসেবে জোরপূর্বক ভারত- বাংলাদেশ সীমান্তের বঙ্গোপসাগর সংলগ্ন গভীর সুন্দরবনের মান্দারবাড়িয়া নামক স্থানে অস্ত্রের মুখে ঠেলে দিয়ে যায়। বনবিভাগের টহল ফাঁড়ি তাদেরকে দেখতে পেয়ে উদ্ধার করে মান্দারবাড়িয়াতে নিয়ে যায়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে কাগা-দোবেকী কোষ্ট গার্ডের মাধ্যমে ট্রলার যোগে মংলা বন্দর কোষ্ট গার্ডের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তাদের সঙ্গে শুকনা খাবার দেওয়া হয়েছে। তবে নৌযান সঙ্কটের কারণে বিজিবি ও রিভারিয়ান বিজিবি সেখানে পৌঁছাতে পারেনি। আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা বিষয়টি অবহত রয়েছেন। উদ্ধারকৃতদের আইনি প্রক্রিয়ায় যথাযথ কর্তৃপক্ষের কাঝে তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)