অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ফাহাদ ৩ দিন ধরে নিখোঁজ

0


 আড়াইহাজার উপজেলার ঝাউগড়া এলাকার শাহজালাল মিয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী **ফাহাদ বিন নাজমুল হাসান** গত ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। ফাহাদের বাবা প্রবাসী নাজমুল হাসান স্থানীয়ভাবে সুপরিচিত। পরিবার ও স্থানীয়রা তার আকস্মিকভাবে নিখোঁজ হওয়ায় উদ্বিগ্ন। ফাহাদ গত [৮-০৫-২০২৫] স্কুল থেকে ফেরার পর বাড়িতে আর ফিরে আসেনি। পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, সে সেদিন স্বাভাবিকভাবে স্কুলে গিয়েছিল, কিন্তু বিকেলে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। স্থানীয়রা এবং স্কুল কর্তৃপক্ষ তার সন্ধানে সহায়তা করছেন। ফাহাদের পরিবার ও প্রশাসন সবাইকে তার খোঁজে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে। কোনো ব্যক্তি ফাহাদের সম্পর্কে তথ্য দিতে চাইলে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে: ০১৭১৪-২৭১৮২৭ (নাজমুল হাসানের পরিবার)। আড়াইহাজার থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং ফাহাদের খোঁজে প্রাথমিকভাবে জরুরি পদক্ষেপ নিয়েছে। পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা এলাকায় অনুসন্ধান চালাচ্ছেন। ফাহাদের নিরাপদে ফিরে আসার জন্য সকলের সহানুভূতি ও সহযোগিতা কামনা করা হচ্ছে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবরটি শেয়ার করে বেশি বেশি মানুষকে সচেতন করতে অনুরোধ জানানো হলো।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)