Top News

সিরাজগঞ্জে "উদ্বোধন" হলো মরহুম মির্জা আব্দুল জব্বার বাবু ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫।


সিরাজগঞ্জ প্রতিনিধিঃ মোঃ জাহিদুল হক


সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়নের রামগাতি মাদ্রাসা সংলগ্ন মাঠে ১লা জুন রোজ রবিবার বিকাল ৩" ঘটিকায় রামগাতী যুবসমাজ এর উদ্যোগে মোঃ হযরত আলী মেম্বার এর সভাপতিত্বে, মরহুম মির্জা আব্দুর জব্বার বাবুর সরনে, "উদ্বোধন হলো" মরহুম মির্জা আব্দুল জব্বার বাবু ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫। 

 

অনুষ্ঠানে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব মোঃ সাইদুর রহমান বাচ্চু। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব আলহাজ্ব মোঃ আব্দুল কাদের শেখ,

সহ-সভাপতি জেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদ। আরো উপস্থিত ছিলেন, জনাব মোঃ আল আমিন খান সভাপতি জেলা যুবদল। জনাব মোঃ মুরাদুজ্জামান মুরাদ, সাধারণ সম্পাদক জেলা যুবদল। মোঃ গোলাম কিবরিয়া বরাত, সভাপতি থানা যুবদল।

আলহাজ্ব মোঃ একাব্বর আলী, সাবেক সিনিয়র সহ-সভাপতি সদর থানা বিএনপি। জনাব মোঃ জুনায়েদ হোসেন সবুজ সভাপতি জেলা ছাত্রদল। মোঃ সেরাজুল ইসলাম সেরাজ,সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল।

মোঃ ছানোয়ার হোসেন ছানু, আহ্বায়ক শহর সেচ্ছাসেবক দল। মোঃ জাহিদুল হক (জাহিদ) সাংগঠনিক সম্পাদক, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) সিরাজগঞ্জ জেলা। 

মরহুম মির্জা আব্দুল জব্বার বাবুর-সহধর্মিনী, জনাবা মুর্শিদা জাহান (নিপা),


এ সময় বক্তারা বলেন,একমাত্র খেলাধুলাই তরুণদের কে অসামাজিক কাজ থেকে বিরত রাখে,তাই মাদক মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান।

Post a Comment

নবীনতর পূর্বতন