Top News

বহিষ্কৃত যুবদল নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতা


 পূর্ব ঘোষণা অনুযায়ী গাজীপুর ৩ আসনকে সন্ত্রাসমুক্ত করার লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে জনগণের সহায়তায় চিহ্নিত চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম পিন্টুকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ -স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার অধ্যাপক এসএম রফিকুল ইসলাম বাচ্চু বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলার এমসি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়, জাহাঙ্গীর আলম মিন্টু (৪২) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মো. নূরুল ইসলামের ছেলে, তিনি শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

 

 

এর আগে গত ২২ ফেব্রুয়ারী বিকেলে এমসি বাজার এলাকায় জাহাঙ্গীর আলম পিন্টু ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় হ্যান্ড মাইকের মাধ্যমে ঘোষণা দিয়ে চাঁদাবাজি করেন,এবং শতাধিক ব্যক্তি মুখে গামছা দিয়ে মুখ ডেকে, হাতে ধারালো অস্ত্র নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে, এসময় জাহাঙ্গীরের নেতৃত্বে মুখোশধারী সশস্ত্রী ব্যক্তিরা পথচারীদের মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়, ঘটনার পরপরই তাঁকে দল থেকে বহিষ্কার করে যুবদল।

 

 

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ: বারিক বলেন, চিহ্নিত সন্ত্রাসী জাহাঙ্গীর আলম পিন্টুকে আটক করে থানায় আনা হয়েছে, তার বিরুদ্ধে শ্রীপুর থানায় পূর্বের আরো সাতটি মামলা রয়েছ, তাকে গ্রেফতারের পরে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন