Top News

ডিমলায় ৫দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ


আশীষ বিশ্বাস 

নীলফামারী প্রতিনিধি 


কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনসহ ৫ দফা দাবিতে ডিমলায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখা। 


শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মীনার থেকে শুরু করে হাজার হাজার নেতাকর্মি নিয়ে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর বিক্ষোভ মিছিল বের করে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ মাঠে সমাবেশে মিলিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।


সমাবেশে উপজেলা আমির মাওলানা মোঃ মজিবুল মুজিবুর রহমানের সভাপতিত্বে উপ

জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্ম পরিষদ শুড়া সদস্য এবং নীলফামারী-০১ (ডোমার-ডিমলা) আসনের মনোনীত সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নায়েবে আমির অধ্যক্ষ কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল, উপজেলা কর্ম পরিষদ সদস্য মোঃ ওহেদুদ জামান বাবলু,ডিমলা সদর ইউনিয়ন আমির মাওলানা মোঃ নুর মোবাশ্বের ও ডিমলা সদর ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম প্রমুখ। 


কেন্দ্র ঘোষিত ৫দফা দাবি প্রেক্ষিতে বক্তারা দেশের আগামীর নেতৃত্ব,গণতন্ত্র ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ৫ দফা দাবিগুলো হলো: ১. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন। ২. জাতীয় সংসদের উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু করা। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪. বর্তমান সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার করা। ৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।


তারা আরো বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ঘুম, খুন, জুলুম, নির্যাতন ও দুর্নীতির দৃশ্যমান বিচার করতে হবে। এর সাথে যেসব সরকারি কর্মচারী ও কর্মকর্তা জড়িত রয়েছে তাদেরও বিচার করতে হবে। দেশের শান্তি ও অখন্ডতা রক্ষার জন্য দেশবিরোধী সকল কর্মকান্ড বন্ধ করাতে হবে। আগামী নির্বাচনে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। নির্বাচনের প্রতিটি প্রক্রিয়া স্বচ্ছতা ও সুষ্ঠুভাবে পরিচালনার নিশ্চয়তা বিধান করতে হবে। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই তাদের এই বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ উৎসবমুখর ভাবে সম্পূর্ণ হয়। 


স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াতে ইসলামী এ ধরনের কর্মসূচির মাধ্যমে নির্বাচনের আগে তাদের সাংগঠনিক শক্তি প্রদর্শন করছে। সাম্প্রতিক সময়ে ডিমলায় জামায়াতের রাজনৈতিক কর্মতৎপরতা বৃদ্ধি পাওয়ায় আগামী নির্বাচনকে ঘিরে এলাকায় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন