স্টাফ রিপোর্টার,মোঃজোনায়েদ হোসেন জুয়েল,
কিশোরগঞ্জে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে চলছে সাড়ম্বর প্রস্তুতি। জেলায় এবার ৩৮৫টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। এর মধ্যে কেবল সদর উপজেলাতেই রয়েছে ৬১টি মণ্ডপ। তবে ব্যক্তিগত উদ্যোগে পূজা আয়োজিত হওয়ায় সংখ্যা আরও বাড়তে পারে।
জেলার প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তায় ইতোমধ্যে আনসার ও ভিডিপির সদস্যদের মোতায়েন করা হয়েছে। জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট মোঃ আশরাফুল হক জানিয়েছেন, প্রথম ধাপে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিনে জেলার ৩৮৫টি পূজামণ্ডপে ৯৬৮ জন সদস্য দায়িত্ব পালন করেছেন। দ্বিতীয় ধাপে ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত প্রতিটি মণ্ডপের গুরুত্ব বিবেচনায় ২৫০৮ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। এছাড়া জরুরি প্রয়োজনে ২টি স্ট্রাইকিং ফোর্সও প্রস্তুত রয়েছে।
সদর উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক মোবারক হোসেন জানান, সদর উপজেলাতেই প্রথম ধাপে ১৫২ জন এবং দ্বিতীয় ধাপে ৩৯৬ জন সদস্য মোতায়েন থাকবেন।
শারদীয় উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ইতোমধ্যে ৬টি ভিজিল্যান্স টিম গঠন করেছে। জেলা প্রশাসক ফৌজিয়া খান (যুগ্মসচিব), পুলিশ সুপার মুহাম্মদ হাছান চৌধুরী বিপিএম, অন্যান্য কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা পূজামণ্ডপ পরিদর্শন ও প্রস্তুতিমূলক সভায় অংশ নিয়েছেন।
সম্প্রতি ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী শহরের কালীবাড়ি মন্দির ঘুরে দেখেন। তিনি বলেন, “পূজার সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে।”
পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছেন, সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সাংস্কৃতিক সংগঠনগুলো বিভিন্ন অনুষ্ঠানের মহড়া দিচ্ছে এবং শহরের বাজারগুলোতেও জমে উঠেছে পূজার কেনাকাটা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ বলেন, “অসাম্প্রদায়িক চেতনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সহযোগিতা করতে হবে।”
একটি মন্তব্য পোস্ট করুন