মালয়েশিয়া প্রতিনিধি : মো: রফিকুল ইসলাম
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে স্বাক্ষরিত হয়েছে সমঝোতা স্মারক (MoU)। কুয়ালালামপুরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (EPB) মহাপরিচালক বেবি রানি কর্মকার এবং মালয়েশিয়ার এক্সটারনাল ট্রেড ডেভেলপমেন্ট কর্পোরেশন (MATRADE)-এর প্রধান নির্বাহী দাতো’ শ্রী মো. মুস্তাফা আবদুল আজিজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে রপ্তানি বৃদ্ধি, ব্যবসায়িক তথ্য বিনিময়, সক্ষমতা উন্নয়ন ও অভিজ্ঞতা আদান-প্রদানকে অগ্রাধিকার দেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহনাজা মনিকা, প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ, MATRADE-এর পরিচালক মুনা আবু বকরসহ উভয় দেশের কর্মকর্তারা। এ সময় ডিসেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠেয় Sourcing Fair-এ অংশগ্রহণের জন্য MATRADE প্রধানকে আমন্ত্রণ জানান EPB মহাপরিচালক।
বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাবির এ খান ও সেক্রেটারি জেনারেল মোতাহার হোসেন খানও উপস্থিত ছিলেন। বিশেষজ্ঞদের মতে, এ সমঝোতা দুই দেশের ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনাকে নতুন মাত্রা দেবে।
একটি মন্তব্য পোস্ট করুন