মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার (ঝিনাইদহ):
এসেছে নবীন,সাদরে বরণ করিয়া লাইতে হইবে তারে, ছাড়িতে হইবে স্থান। প্রবীণের এই পালা বদলের কালে নতুন ধরিবে হাল", এই স্লোগান সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি লালন শাহ্ কলেজ শাখার উদ্যোগে ক্যারিয়ার গাইড লাইন ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সরকারি লালন শাহ্ কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের একাদশ ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইড লাইন ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি লালন শাহ্ কলেজ শাখার সেক্রেটারি আকাশ হোসেনের পরিচালনায় ও সভাপতি আবু সাইদ এর সভাপতিত্বে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামাত ইসলামী ঝিনাইদহ জেলা শাখার আমির, ডা. আলী আজম আবু বকর।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি, মোঃ ইউসুফ আলী।
এসময় বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামাত ইসলামী হরিণাকুণ্ডু উপজেলা শাখার আমির, মোঃ বাবুল হোসেন ও সেক্রেটারি, মোঃ ইদ্রিস আলী।
এছাড়া উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রশিবির থানা সভাপতি ও পৌর যুব বিভাগ সভাপতি, নাজমুস সাকিব (রাজু),বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হরিণাকুণ্ডু উপজেলা শাখার আমির, মোঃ রাশেদুল ইসলাম (রাশেদ) ও পৌর আমির, শাফি উদ্দিন সহ নবীন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
নবীন বরণ অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদেরকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থেকে আদর্শ জীবন গঠনের আহ্বান জানান। তারা বলেন, দেশের আগামী নেতৃত্ব গড়ে উঠবে এই তরুণ প্রজন্মের মধ্য থেকেই। অনুষ্ঠানে কলেজ প্রাঙ্গণ নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। বিভিন্ন ডিপার্ট্মেন্টের কয়েকশত নবীন শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট, প্রকাশনা সহ ইত্যাদি উপহারসামগ্রী প্রদান সহ আনন্দ-উচ্ছ্বাস এবং অতিথিদের উদ্বুদ্ধমূলক বক্তব্যে নবীন বরণ অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি পাঁচজন A+ প্লাস পাওয়াই শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পবিত্র কোরআন শরীফ তুলে দেন।
একটি মন্তব্য পোস্ট করুন