Top News

কিশোরগঞ্জে এপিপি আবু আহমেদ ফয়জুল করিম মুবিনের ফেসবুক আইডি হ্যাকের চেষ্টা!!থানায় জিডি


 

মোঃজোনায়েদ হোসেন জুয়েল, স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জ 

 

কিশোরগঞ্জ জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও জেলা আইনজীবী সমিতির সদস্য আবু আহমেদ ফয়জুল করিম মুবিন তাঁর ফেসবুক আইডি হ্যাকের চেষ্টার ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি নং ১৫২২, তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২৫—এ উল্লেখ করা হয়েছে, গত ২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ১টা ২৭ মিনিটে কিশোরগঞ্জের নিউটাউনে ভাড়া বাসায় অবস্থানকালে তাঁর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করা হয়। এর আগেও তাঁর স্ত্রী ফৌজিয়া আক্তারের ফেসবুক একাউন্ট হ্যাকের চেষ্টা চালানো হয়েছিল।

ফয়জুল করিম মুবিন অভিযোগ করেন, রাজনৈতিক ও আদর্শিক কারণেই তাঁকে টার্গেট করা হচ্ছে। তিনি জানান, সম্প্রতি মরজাস্টিস ও ধর্মনিরপেক্ষতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করায় একটি গোষ্ঠী তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এতে তিনি ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি আরও জানান, এর আগে গত ৫ আগস্ট কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলার শিকার হলেও রাজনৈতিক পরিস্থিতির কারণে তখন তিনি আইনগত ব্যবস্থা নেননি। কিন্তু পরবর্তীতে নানা সময় হুমকি-ধমকির মুখে পড়েছেন।

এপিপি মুবিনের পিতা প্রয়াত ডা. ফজলুল করিম কিশোরগঞ্জ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও ১৯৭৮-১৯৮২ মেয়াদে সরকারের মন্ত্রী ছিলেন।

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি জিডি আকারে রেকর্ডভুক্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন