সিয়ামুর রশিদ, স্টাফ রিপোর্টার (দিনাজপুর)
দিনাজপুর শহরের কলেজ মোড় সংলগ্ন পীরপাল সোটাপীর কবরস্থানে ২০২২-২০২৩ অর্থবছরে প্রায় ৫৭ লক্ষ টাকা ব্যয়ে সংস্কার কাজ শুরু হলেও তিন বছরের মাথায়ও কাজ পুরোপুরি শেষ হয়নি। এতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সীমিত পরিসরে নির্মাণকাজ
তথ্য অনুযায়ী, সাবেক হুইপ ইকবালুর রহিম এমপির উদ্যোগে এবং এলজিইডির তত্ত্বাবধানে ই. আমান কনস্ট্রাকশন নামের ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের দায়িত্ব নেয়। নকশা অনুযায়ী কবরস্থানের চারপাশে সীমানা প্রাচীর নির্মাণের কথা থাকলেও বাস্তবে নির্মাণ করা হয়েছে কেবল একটি গেইট এবং পশ্চিম দিকের আংশিক (প্রায় এক-তৃতীয়াংশ) সীমানা প্রাচীর।
নিরাপত্তাহীনতা ও দখল সমস্যা
অন্যদিকে পূর্ব দিকের অংশ সম্পূর্ণ অরক্ষিত থাকায় বাস টার্মিনাল ও কলেজ মোড়ের সংযোগ সড়ক ঘেঁষা এলাকা ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। প্রায়ই সাধারণ মানুষ রাতে ছিনতাইয়ের শিকার হয়ে টাকা-পয়সা ও মূল্যবান জিনিস হারাচ্ছেন।
এছাড়াও কবরস্থানের উত্তর পাশের জমি ধীরে ধীরে দখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা না থাকায় সন্ধ্যার পর এলাকাটি অন্ধকারে ঢেকে যায় এবং কলেজ শিক্ষার্থী ও পথচারীদের ভয় নিয়ে চলাফেরা করতে হয়।
অবকাঠামোগত ঘাটতি
সংস্কারের নামে ব্যয় হলেও কবরস্থানের ভেতরে নেই হাঁটার রাস্তা, বসার জায়গা বা মৃতদেহ দাফনের জন্য প্রয়োজনীয় ঘর। ঝোপঝাড় ও অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণের কারণে পরিবেশও দিন দিন নাজুক হয়ে পড়ছে।
এলাকাবাসীর দাবি
স্থানীয়রা জানান—
> “প্রায় ৬০ লক্ষ টাকার কাজ দেখানো হলেও কবরস্থানের বর্তমান অবস্থা আগের মতোই রয়ে গেছে। দ্রুত বাকি অংশের কাজ শেষ না করলে এটি শুধু অর্থের অপচয়ই হবে না, বরং জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।”
উপসংহার
অপরিকল্পিত ও অসম্পূর্ণ এ সংস্কারের কারণে সরকারি অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। এলাকাবাসী দ্রুত প্রকল্পের কাজ শেষ করা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।
একটি মন্তব্য পোস্ট করুন